মানুষের সাথে কম মেশার ফলাফল


মানুষের সাথে কম মেশাটা বা খুব বেশি না মেশাটা বেশিরভাগ ক্ষেত্রেই খারাপভাবে প্রভাব ফেলে। এতে বেশীরভাগই মনে করে বসে যে ছেলেটি বা মেয়েটি ভাব নিচ্ছে অর্থাৎ অহংকারী। এর ফলাফলও মারাত্মক। অহংকারী ভাবার কারণে এরা তার সাথে ব্যবহারে ইতিবাচক কিছু দেখাতে পারে না। এমনকি সুযোগ পেলে এরা পরম আনন্দ নিয়ে তার সাথে তর্ক করতে আসে। তাকে ছোট করতে চায়। কারো কম কথা বলা বা কম লোকজনের সাথে কথা বলার অর্থ এই নয় যে লোকটা অহংকারী। এর অর্থ হলো লোকটা সবার সাথে মিশতে চান না বা মানুষ যাচাই করে তার সাথে মিশে। তাই তার সাথে মিশতে হলে আপনাকে তার তাৎক্ষণিক যাচাইয়ে উত্তীর্ণ হতে হবে। এটা খুব কঠিন কোনো ব্যাপার না। কারো সাথে না মিশে শুধু বাইরে থেকে তাকে দেখে তার ব্যাপারে কোনো মন্তব্য স্থির করে ফেলা সত্যিই
অনেক ছোট কাজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ