লেপ। শীতকালে মানুষের এক অবিচ্ছেদ্য উপকরণ। পুরু তুলার আস্তরণ একজনকে খুব সহজেই শীতের হাত থেকে রক্ষা করে। তাই অনেকে এই উপকারী বস্তুটিকে অতিরিক্ত একটি কাভার (Cover) দ্বারা আবৃত করে থাকে। মূলত এ কাজেই বোঝা যায় লেপের প্রতি মানুষের প্রেম কতখানি। গ্রামাঞ্চলে তো লেপকে একদম লাল টুকটুকে কাভার দিয়ে আবৃত করে রাখা হয়। এটি গরীবের বন্ধু, অলসের গুহা, সদ্য প্রেমে পড়া রমনীর লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলার একটা আচ্ছাদন, ব্যাচেলরের গার্লফ্রেন্ড, জনসাধারণের সর্বাধিক সময় কাটানোর পরম প্রিয় বস্তু। লেপের প্রতি ভালবাসা মানুষের সেই বহুকাল থেকে। কেউ গার্লফ্রেন্ডকে ছাড়তে রাজী, লেপকে নয়। অনেক নিরলস, পরিশ্রমী ছাত্রদেরও মাঝে মাঝে লেপের জন্য ক্লাস ছাড়তে বা মিস করতে দেখা যায়। শুধু যে মানুষই এর প্রতি দুর্বল তা কিন্তু নয়। মাঝে মাঝে ইঁদুর পর্যন্ত
লেপের ভালবাসায় মুগ্ধ হয়ে এটি কেটে এর ভিতর বসতী স্থাপনের চেষ্টা করে।
তবে এতকিছুর পরও এটি বিভিন্ন ক্ষেত্রেই অবহেলিত। কাঁথা নিয়ে অনেক গান থাকলেও লেপ নিয়ে তেমন কোনো গান নেই। আছে গুটিকয়েক কবিতামাত্র। 'একটি নদীর আত্মকাহিনী' থাকলেও 'একটি লেপের আত্মকাহিনী'র কথা কোথাও শোনা যায় না।
আবার শীত নিবারণকারী অন্যান্য পোশাকের বেশ শক্তিশালী নাম যেমন, জ্যাকেট, ব্লেজার, স্যুয়েটার ইত্যাদি থাকলেও লেপের নামটা অতি দুর্বল। কেবলমাত্র ইংরেজিতে 'ব্লাঙ্কেট' (Blanket) বললে মৃদু পরিতৃপ্তি পাওয়া যায়। কিন্তু
এটা বলতে মূলত কম্বল বোঝায়। দুটোর মধ্যে বিস্তর পার্থক্য বিদ্যমান।
লেপের কাভার ধোওয়া ও মাঝে মাঝে লেপ রোদে দেয়া ছাড়া লেপের তেমন আর কোনো যত্ন নেই। অথচ কম্বল বিভিন্ন রকমের পাতলা, মোটা সবই হয়। একটা পাতলা কম্বল ধুতে গেলেও নিজেকে মনে হয় National Geographic এর এজেন্ট। এ্যানাকোন্ডা ঘাড়ে নিয়া ঘুরতেছি। :P
সদ্য প্রয়াত কিউবান কমিউনিস্ট ফ্রিডেল ক্যাস্ট্রো, 'Leap Year' এর মতো 'লেপ ইয়ার' উদযাপনের জন্য জোর দাবি জানিয়ে গেছেন। Donald Trump নির্বাচিত হবার পরপরই বলেছেন, যদি চর্বির কোনো বিকল্প থাকতো
তাহলে আমি আমার পেটে লেপ ব্যবহার করতাম' :P
লেপ মানুষকে বিশ্রামে সহায়তা করে। শীতকালে এক প্রাণবন্ত বিশ্রাম উপহার দিতে পারে এই লেপ। বিভিন্ন বিখ্যাত লেপবিজ্ঞানীর মতে,
যদি মানুষের ক্ষুধা না থাকতো, তাহলে উত্তর গোলার্ধের লোকজন সারা বছর লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতো।
অনেকে লেপের বহুল ব্যবহারে লেপের বৈচিত্র তুলে ধরে। লেপের ভেতর পা ঢুকিয়ে সবাই মিলে মুড়ি খাওয়া, গ্রামাঞ্চলে লেপের ভিতর হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করা, লেপের উপর ল্যাপটপ রেখে সানন্দে মুভি দেখা লেপের আরো একটি উল্লেখযোগ্য ব্যবহার।
লেপের বহুল ব্যবহারে জাতিসংঘ 2017 সালকে 'আন্তর্জাতিক লেপবর্ষ' হিসেবে ঘোষণা করেছে। স্টিফেন হকিং তার আত্মজীবনীতে লিখেছেন,
যদি টাইম ট্রাভেল সম্ভব হতো আমি প্রাচীনকালে গুহায় বসবাসরত মানবদের লেপ দিয়ে আসতাম
পরিশেষে, শীতকালে লেপ আমাদের এক অতি প্রয়োজনীয় উপাদান। এর সর্বাত্মক ব্যবহার আমাদের অবশ্যই নিশ্চিত করা উচিত। নেপোলিয়ানের ভাষায়-
তুমি আমাকে একটি সুন্দর লেপ দাও, আমি তোমাকে একটি সুন্দর শীত উপহার দেবো
0 মন্তব্যসমূহ