এলোমেলো ভাবনাগুলি


--------এলোমেলো ভাবনাগুলি
তোমায় নিয়ে ভেবেছি যে কতবার..
গড়বো মোরা সুখেরই সংসার
দেখেছি যে কত স্বপ্ন
একসাথে খুঁজবো মোরা রত্ন
বিকেলবেলা যাব মোরা নদীরধারে হাঁটতে
পছন্দের গানগুলি সব থাকবো মোরা গাইতে
আঁকাবাঁকা পথে গাইতে গাইতে যাব অনেকদুর
হাতে হাত রেখে হাটতে হাটতে হারিয়ে যাব বহুদুর
হঠাৎ যখন শুরু হয়ে যাবে বৃষ্টি
নদীর বুকে পরবে মোদের দৃষ্টি
বিকেলের সোনালী আলোয় চিকচিক করছে পানি
পুটিমাছগুলীর লাফালাফিতে এ যেন এক অপরুপ দৃশ্যখানি
বলবে তুমি উল্লাসিত হয়ে “বৃষ্টি আমার লাগে যে অনেক ভালো”
শুনাবে তোমার বৃষ্টির দিনের গোল্লাছুট খেলার কাহিনী
মনে হবে আমার অনন্তকাল ধরে তোমার গল্প শুনি
কিন্তু এরই মাঝে যে ফুরিয়ে এসেছে আলো!
পড়ন্ত বিকেলে রোজ মোরা বসবো বাসার ছাদে
মুড়ি,মুড়কি আর চায়ের পেয়ালা হাতে
মেতে উঠবো মোরা নানারকম গল্পগুজব আর গানে
তাকিয়ে থাকবো অপলক মেঘহীন আকাশপাণে
তুমি,তুমি,তুমি,কে এই তুমি?
দেবে না কি দেখা আর...
নেবে কি আমার এলোমেলো ভাবনাগুলি গুছিয়ে দেবার ভার!!!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ